বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে সুনামগঞ্জে বালিকা ফুটবল ম্যাচ

বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে সুনামগঞ্জে বালিকাদের নিয়ে প্রীতি ফুটবল ম্যাচ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুরে সুনামগঞ্জ শহরের আব্দুল আহাদ শাহেদা চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে ওয়ার্ল্ড ভিশন এ প্রীতি ফুটবল ম্যাচ ও আলোচনার আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজকর্মী ও পৌর নির্বাচনে মেয়র পদপ্রার্থী দেওয়ান গনিউল সালাদীন। বিশেষ অতিথি ছিলেন এডিপি ম্যানেজার বিভুদান বিশ্বাস, প্রোগ্রাম অফিসার এলিও বিশ্বাস ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহিদুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা শামসুন নাহার।
প্রীতি ফুটবল ম্যাচে বিদ্যালয়ের ছাত্রীরা দুই দলে বিভক্ত হয়ে অংশ নেয়। পরে উভয় দলের খেলোয়াড়দের হাতে শুভেচ্ছা পুরস্কার তুলে দেন অতিথিরা।
আলোচনা সভায় বক্তারা জানান, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। সেই সঙ্গে এগিয়ে যাচ্ছে নারীরাও। নারীদের আর ঘরের কোণে বসিয়ে রাখার সময় নেই। তাদের এখন পুরুষদের সঙ্গে সব কাজে অংশগ্রহণের সুযোগ দিতে হবে। তাদের জন্য একটি ভালো পরিবেশ সৃষ্টি করতে হবে।