মংলায় গাঁজা উদ্ধার, একজনকে ছয় মাসের কারাদণ্ড
বাগেরহাটের মংলা উপজেলায় ১০০ গ্রাম গাঁজাসহ আবদুল আলিম শেখ (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার সকালে উপজেলার মিঠাখালী ইউনিয়ন থেকে মংলা শহরের দিকে আসার পথে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আলিমকে ছয় মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়।
মংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ লুৎফুর রহমান জানান, বুধবার সকালে উপজেলার মিঠাখালী ইউনিয়ন থেকে মংলা শহরের দিকে আসার পথে একটি মোটরসাইকেলে তল্লাশি চালায় পুলিশ। এ সময় মোটরসাইকেলে থাকা আবদুল আলিম শেখের দেহ তল্লাশি করে তাঁর কাছ থেকে প্রায় ১০০ গ্রাম গাঁজা পাওয়া যায়। পুলিশ ওই মোটরসাইকেলচালক ও মাদক ব্যবসায়ী আবদুল আলিম শেখকে আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম মুহম্মদ আলী প্রিন্সের কাছে নিয়ে যায়। মুহম্মদ আলী প্রিন্স গাঁজা সেবন ও রাখার দায়ে আলিমকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন। গাড়ির চালক নির্দোষ হওয়ায় তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। আবদুল আলিম শেখকে পরে জেলহাজতে পাঠানো হয়।