অগ্নিনির্বাপণ নিয়ে কুড়িগ্রামে বিজিবির মহড়া
অগ্নিনির্বাপণ ও প্রাথমিক চিকিৎসা বিষয়ে মহড়া করেছেন কুড়িগ্রাম বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। আজ বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহযোগিতায় ৪৫ বিজিবি ব্যাটালিয়ন এই মহড়ার আয়োজন করে।
আগুন নেভানো, উদ্ধারকাজ এবং প্রাথমিক চিকিৎসা সম্পর্কে ধারণা পাওয়ার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিও ছিল এই মহড়ার উদ্দেশ্য।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এ বি এম আজাদ। এ ছাড়া ৪৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. জাকির হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ তবারক উল্লাহ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রংপুর বিভাগের উপপরিচালক সমরেন্দ্র নাথ বিশ্বাসসহ অন্যরা উপস্থিত ছিলেন।