হরতালের প্রতিবাদে কুড়িগ্রামে আ.লীগের পৃথক মিছিল
বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের ডাকা হরতাল, অবরোধ ও নাশকতার প্রতিবাদে কুড়িগ্রামে পৃথক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগের দুটি পক্ষ।
আজ বৃহস্পতিবার দুপুরে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাফর আলীর নেতৃত্বে একটি পক্ষ দলীয় কার্যালয় থেকে মিছিল বের করে শহর প্রদক্ষিণ করে। পরে তারা দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে।
অন্যদিকে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমান উদ্দিন মঞ্জুর নেতৃত্বে অপর একটি পক্ষ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে বিক্ষোভ মিছিল বের করে শহর প্রদক্ষিণ শেষে কলেজ মোড়ে সমাবেশ করে।
সমাবেশে বক্তারা বিএনপি-জামায়াতের হরতাল ও অবরোধ রুখে দেওয়ার ঘোষণা দেন।