গাজীপুরে ওয়াশিং কারখানাকে ৮ লাখ টাকা জরিমানা
পরিবেশদূষণের দায়ে গাজীপুর সদর উপজেলার মির্জাপুর রাজেন্দ্রপুরের গজারিয়াপাড়া এলাকার এক ওয়াশিং কারখানাকে আট লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
দূষণবিরোধী অভিযানের কার্যক্রম হিসেবে আজ বৃহস্পতিবার ঢাকার আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরে গজারিয়াপাড়া এলাকার প্যাশান নিটেড ক্রিয়েশন্স লিমিটেড কারখানার মালিকপক্ষকে তলব করা হয়। পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মো. আলমগীর শুনানি করে কারখানাকে আট লাখ টাকা জরিমানা করেন।
পরিবেশ অধিদপ্তরের ঢাকার সহকারী পরিচালক মুহম্মদ হাফিজুর রহমান এনটিভি অনলাইনকে জানান, পরিবেশগত ছাড়পত্র না থাকা এবং তরল বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) ছাড়াই কারখানা পরিচালনার দায়ে প্যাশান নিটেড ক্রিয়েশন্স লিমিটেডকে জরিমানা করা হয়। এই কারখানার অপরিশোধিত তরল বর্জ্য পদার্থ পরিবেশ ও জলজ জীববৈচিত্র্যের ক্ষতি করছিল।