আহলে হাদিস নেতা গযনফরের খোঁজ মিলেছে
সাতক্ষীরা থেকে নিখোঁজ জমঈয়তে আহলে হাদিসের জেলা সম্পাদক ওবায়দুল্লাহ গযনফরের সন্ধান মিলেছে। গতকাল শুক্রবার র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ১১ তাঁকে কুমিল্লার চৌদ্দগ্রাম থানায় হস্তান্তর করে।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরহাদ আজ শনিবার এনটিভি অনলাইনকে জানান, ওবায়দুল্লাহ গযনফরকে সন্ত্রাস দমন আইনের দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেল-হাজতে পাঠানো হয়েছে। একই মামলায় সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমির রফিকুল ইসলামকে জেলহাজতে পাঠানো হয়েছে।
গত ২ অক্টোবর সাতক্ষীরার নিজ বাড়ি থেকে সাংগঠনিক কাজে আহলে হাদিস নেতা ওবায়দুল্লাহ গযনফর বের হন। এর পর থেকেই তিনি নিখোঁজ ছিলেন বলে জানিয়েছিলেন তাঁর মেয়ে কলেজশিক্ষক মাহফুজা পারভিন মুন্নি।
পুলিশ জানিয়েছে, একই সময়ে ঢাকার নবীনগর থেকে জামায়াতের চার নেতাকে গ্রেপ্তার করে র্যাব। তাঁদেরই একজন জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা রফিকুল ইসলাম।