বিএনপির দুই পক্ষের সম্মেলন
সংঘর্ষের আশঙ্কায় ধর্মপাশায় ১৪৪ ধারা

বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি সম্মেলনকে কেন্দ্র করে সংঘর্ষের আশঙ্কায় সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় ১৪৪ ধারা জারি করে স্থানীয় প্রশাসন। ছবি : এনটিভি
বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি সম্মেলনকে কেন্দ্র করে সংঘর্ষের আশঙ্কায় সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।
আজ রোববার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকবে।
গতকাল শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে ধর্মপাশা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হকের বরাত দিয়ে এ বিষয়ে মাইকিং করা হয়েছে।
জানতে চাইলে ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. গোলাম কিবরিয়া জানান, উপজেলা বিএনপির মোতালেব গ্রুপ ও ডা. রফিক গ্রুপ ধর্মপাশা সদরের গরুবাজার এলাকায় সম্মেলনের ডাক দেয়। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।