মাগুরায় কৃষককে কুপিয়ে হত্যা, আটক ১
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/10/25/photo-1445757057.jpg)
মাগুরা সদর উপজেলার আমুড়িয়া গ্রামের কৃষক সাইপার বিশ্বাসকে (৩৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ রোববার সকাল ৭টার দিকে আসবাগোলা বিল থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে টিটো খান (৩৭) নামে একজনকে আটক করেছে পুলিশ।
সাইপার বিশ্বাস আমুড়িয়া দক্ষিণপাড়ার আমজাদ বিশ্বাসের ছেলে। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
আমজাদ বিশ্বাস জানান, গতকাল শনিবার সন্ধ্যায় সাইপার প্রতিবেশী টিটো খানের সঙ্গে নৌকায় মাছ ধরার জন্য আসবাগোলা বিলে যান। পরে রাত ১১টার দিকে সাইপার মোবাইল ফোনে জানান, মিঠু সিকদারসহ তিন থেকে চারজন তাঁকে কুপিয়ে জখম করেছে। পরে লোকজন গিয়ে তাঁকে মৃত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
সদর থানার উপপরিদর্শক (এসআই) সালাউদ্দিন জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধারের সময় টিটো খানকে আটক করা হয়েছে। মামলা হলে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালানো হবে।
ওসি বলেন, ‘পরকীয়া সম্পর্কের জের ধরে পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে। দুই হাত ও দুই পায়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে সাইপারকে হত্যা করা হয়েছে।’