সুনামগঞ্জে শীতকালীন কুস্তি খেলা অনুষ্ঠিত

সুনামগঞ্জ সদর উপজেলায় গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী শীতকালীন কুস্তি খেলার একটি দৃশ্য। ছবি : এনটিভি
সুনামগঞ্জে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী শীতকালীন কুস্তি খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুর ১টায় সদর উপজেলার অবতপুর, সরদারপুর ও ধনপুর গ্রামের যৌথ উদ্যোগে এ কুস্তি খেলার আয়োজন করা হয়।
খেলায় সুনামগঞ্জ সদর উপজেলা ও জামালাগঞ্জ উপজেলার প্রায় ১১০ জন কুস্তিগির অংশ নেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, প্রতিবছর শীতকাল আসার সঙ্গে সঙ্গে দুই উপজেলার কয়েকটি গ্রামে এই কুস্তি খেলার আয়োজন করা হয়। কুস্তি খেলা শেষে রাতে কয়েকটি গরু জবাই করে সবাই মিলে খাওয়া-দাওয়া করে। প্রায় এক যুগ ধরে এই দাওয়াতি কুস্তি খেলাটি এলাকার ঐতিহ্য হয়ে উঠেছে। আর খেলা দেখতে কয়েক উপজেলার কয়েক হাজার মানুষ কুস্তি খেলাটি উপভোগ করে।
এ সময় কুস্তি খেলায় উপস্থিত ছিলেন আয়োজক কিমিটির ফখরুল মিয়া মেম্বার, জাহিদ হোসেন ও জহুরুল ইসলাম প্রমুখ।
খেলা শেষে বিজয়ীদের হাতে শুভেচ্ছা পুরস্কার তুলে দেন অতিথিরা।