নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার ডাকবাংলা সড়কে আজ সোমবার সন্ধ্যায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেলের চালক নিহত এবং অপর মোটরসাইকেলের চালক আহত হয়েছেন।
নিহত মোটরসাইকেলচালক হলেন প্রদীপ রায় (২৮)। তিনি কিশোরগঞ্জ উপজেলার পুটিমারী গ্রামের ধীরেন চন্দ্র রায়ের ছেলে। আহত অপর মোটরসাইকেলচালক হলেন একই উপজেলার মুসা গ্রামের মাজেদুল ইসলামের ছেলে মামুন (২৫)। মামুনকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাঁরা দুজনে দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে একজন শহরে আসছিলেন এবং অপরজন শহর থেকে বের হচ্ছিলেন। কিশোরগঞ্জ উপজেলার ডাকবাংলা সড়কে আসামাত্র দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে প্রদীপ নিহত হন। এলাকাবাসী আশঙ্কাজনক অবস্থায় মামুনকে উদ্ধার করে প্রথমে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেয়। পরে মামুনের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়।
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।