পাঁচ শতাধিক দরিদ্র পেল বিনামূল্যে চিকিৎসা
শরীয়তপুরের নড়িয়া উপজেলার চরাঞ্চলের পাঁচ শতাধিক গরিব লোকজনকে বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করেছে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)।
গতকাল বুধবার উপজেলার চরাঞ্চল নওয়াপাড়ায় বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পিংয়ের মাধ্যমে এ স্বাস্থ্যসেবা দেওয়া হয়।
পিকেএসএফের আর্থিক সহায়তায় স্থানীয় উন্নয়ন সংস্থা নড়িয়া উন্নয়ন সমিতি (নুসা) এ ক্যাম্পের আয়োজন করে।
ক্যাম্প শেষে একটি সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন স্থানীয় সংসদ সদস্য শওকত আলী। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পিকেএসএফের সভাপতি ড. কাজী খলীকুজ্জমান আহমদ। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক আবদুল করিম, উপব্যবস্থাপনা পরিচালক ড. জসীম উদ্দিন, সমৃদ্ধি কর্মসূচির মহাব্যবস্থাপক মশিয়ার রহমান, নড়িয়া উন্নয়ন সমিতির (নুসা) নির্বাহী পরিচালক মাজেদা শওকত আলী, নুসার নির্বাহী সদস্য ডা. খালেদ শওকত আলী, নওয়াপাড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান জাকির হোসেন মুন্সী প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সামাজিক-অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে বিভিন্ন উন্নয়নমুখী কর্মসূচি বাস্তবায়ন করছে পিকেএসএফ। এরই অংশ হিসেবে চিকিৎসা ক্যাম্পসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।