সুজানগরে অধ্যক্ষ লাঞ্ছিতের প্রতিবাদে মানববন্ধন
পাবনার সুজানগরের সাতবাড়ীয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল বাছেত বাচ্চুর ওপর হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
আজ বৃহস্পতিবার সকাল ১০টায় কলেজ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে কলেজের শিক্ষক-শিক্ষার্থী, সাতবাড়ীয়া উচ্চ বিদ্যালয় ও সাতবাড়ীয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।
পরে মানববন্ধনকারীরা মিছিল নিয়ে এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় উপস্থিত ছিলেন কলেজের পরিচালনা পর্ষদের বিদ্যোৎসাহী সদস্য এস কে শহীদুল্লাহ, আজমল হোসেন, শিক্ষক প্রতিনিধি আসলাম উদ্দিন, সাতবাড়ীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম শামসুল আলম, সাতবাড়ীয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দিন প্রমুখ।
গত ২৫ অক্টোবর বিকেলে সুজানগর প্রেসক্লাবের সদস্য ও উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সদস্য সচিব আব্দুল বাছেত বাচ্চু ও প্রভাষক আসলাম শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন সংক্রান্ত কাজে সহকারী অধ্যাপক মঞ্জু কুমারের কাদোয়ার বাড়িতে যান। সেখান থেকে কাজ শেষে সুজানগর আসার সময় পথে কাদোয়া বাজারের কাছে তাদের মোটরসাইকেলের গতিরোধ করে দুষ্কৃতকারীরা। পরে তাঁদের মারধর করা হয়।
এ ঘটনায় সাতবাড়ীয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফরিদুল ইসলামকে আসামি করে একটি মামলা করা হয়। মামলার আসামি ফরিদুল এখনো গ্রেপ্তার হয়নি।