নারায়ণগঞ্জে পেট্রলবোমায় দগ্ধ একজনের মৃত্যু

নারায়ণগঞ্জের রূপগঞ্জের যাত্রামুড়া এলাকায় পিকআপ ভ্যানে পেট্রলবোমা হামলায় দগ্ধ পাঁচজনের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। তাঁর নাম কবির হোসেন। আজ শনিবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
গতকাল শুক্রবার রাত পৌনে ১০টায় পিকআপটিতে পেট্রলবোমা হামলা চালায় দুর্বৃত্তরা। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম জানান, রাজধানীর দিকে ট্রাকটি যাওয়ার সময় ঢাকা-সিলেট মহাসড়কের যাত্রামুড়া এলাকায় পেট্রলবোমা হামলায় পাঁচজন দগ্ধ হন। তাঁরা সবাই ট্রাকের ওপরে বসে ছিলেন।