রাজধানীতে ট্রেনের ধাক্কায় দুজন নিহত

রাজধানীতে পৃথক ঘটনায় ট্রেনের ধাক্কায় দুজন নিহত হয়েছে। সোমবার দুপুর ও বিকেলে এই দুটি ঘটনা ঘটে। সংবাদ পেয়ে ঢাকা রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে যায়।
ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) উপপরিদর্শক (এসআই) রুশো বণিক জানান, দুপুরের দিকে খিলক্ষেত বনরুপা রেললাইন নামক স্থানে অজ্ঞাত পরিচয় এক নারীর (৪০) মৃত্যু হয়। আশপাশের লোকজনের কাছ থেকে জানতে পেরেছি, ওই নারী ওই স্থানের রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় পেছন দিক থেকে একটি ট্রেন ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
এসআই রুশো বণিক আরো জানান, গেন্ডারিয়া রেলস্টেশন এলাকার রেললাইনে ট্রেনের ধাক্কায় আরেকজনের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি পুরুষ। তাঁর বয়স নির্ধারণ করা যায়নি।
দুটি মৃতদেহ আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। নিহত দুজনের পরিচয় এখনো জানতে পারেনি পুলিশ।