বস্তার মধ্যে বোমা সদৃশ্য বস্তু
রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ডিগ্রি কলেজ সংলগ্ন আব্দুল জলিলের কাঠ মিলে একটি বস্তার মধ্যে বোমা সদৃশ দুটি বস্তু পাওয়া গেছে।
আজ রোববার দুপুর ২টার পর থেকে র্যাব ৫-এর একটি দল জায়গাটি ঘিরে রেখেছে। আগামী কাল সোমবার ঢাকা থেকে র্যাবের বোমা বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে আসছে।
ঘটনাস্থল পরিদর্শন করে র্যাব ৫-এর সহকারী পুলিশ সুপার (এএসপি) তোফায়েল হোসেন বলেন, ‘আমরা প্রথমে মনে করেছিলাম বস্তার মধ্যে বইয়ের ভেতর বোমা রাখা রয়েছে। পরে বস্তা খুলে দেখা যায় ককসিট মোড়ানো কার্টন। কার্টন খুলে দেখা যায় পলিথিনে মোড়ানো বড় দুটি বোমার মতো বস্তু রয়েছে। জায়গাটি চিহ্নিত করে রাখা হয়েছে। সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দেখভালের দায়িত্বে রয়েছেন।’
র্যাব কর্মকর্তা বলেন, ‘বোমার ধরন দেখে মনে হচ্ছে, বোমা দুটি অনেক শক্তিশালী। আমাদের কাছে যেসব সরঞ্জাম আছে, সেগুলো দিয়ে বোমা দুটি নিষ্ক্রিয় করা সম্ভব হবে না। এজন্য বিষয়টি ঢাকায় র্যাবের বোমা বিশেষজ্ঞ টিমকে জানানো হয়েছে। র্যাবের বোমা বিশেষজ্ঞ টিম বোমা দুটি নিষ্ক্রিয় করতে সোমবার রাজশাহীতে আসবে।’
ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাজশাহী জেলা পুলিশ সুপার (এসপি) নিশারুল আরিফ, পুঠিয়া সার্কেলের এএসপি আসলাম উদ্দিন।