ট্রানজিটের পরীক্ষামূলক চালান বাংলাদেশে
ভারত ও বাংলাদেশের মধ্যে ট্রানজিট চুক্তির প্রথম একটি চালান পরীক্ষামূলকভাবে বাংলাদেশে প্রবেশ করেছে। আজ রোববার সন্ধ্যায় যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে চালানটি বাংলাদেশে প্রবেশ করে।
স্থলবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, চালানটি ডিএইচএল কোম্পানির নি-১১৮-৯৫১৯ নম্বরের ট্রাকে করে এসেছে। এতে ভারতীয় ভোডা ফোন মোবাইল কোম্পানির যন্ত্রাংশ রয়েছে। চালানটি বেনাপোল থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউরা দিয়ে ভারতের পূর্বাঞ্চলের রাজ্য ত্রিপুরায় যাবে।
ভারতের শুল্ক কর্মকর্তা দিলীপ শর্মার কাছ থেকে বেনাপোল বন্দরের শুল্ক বিভাগের যুগ্ম কমিশনার মোস্তাফিজুর রহমান চালানটি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন। পরে বন্দরের অভ্যন্তরে পরীক্ষা-নিরীক্ষার কাজ সম্পন্ন করে ট্রাকটি ছাড় দেওয়া হয়। এটি এখন আখাউড়ার পথে রয়েছে।
পণ্যবাহী ট্রাকের সঙ্গে মাইক্রোবাসে চার সদস্যের একটি নিরাপত্তা দল রয়েছে।