সংঘর্ষের আশঙ্কা, চুয়েট বন্ধের ঘোষণা
ছাত্রলীগের দুটি পক্ষের সংঘর্ষের জেরে বড় ধরনের সংঘর্ষের আশঙ্কায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)।
আজ সোমবার দুপুরে জরুরি সভার পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. জাহাঙ্গীর চৌধুরী এ ঘোষণা দেন। প্রতিষ্ঠানটির জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক ফজলুর রহমান এ তথ্য জানান।
ফজলুর রহমান বলেন, গতকাল রোববার বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দুটি পক্ষের সংঘর্ষ হয়। এ নিয়ে আজ বিশ্ববিদ্যালয়ে চরম উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের জরুরি সভা হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা প্রকাশ করে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।
বিশ্ববিদ্যালয়ের এ কর্মকর্তা বলেন, আজ বিকেল ৫টার মধ্যে ছাত্রদের এবং আগামীকাল মঙ্গলবার সকাল ১০টার মধ্যে ছাত্রীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ সময়ে বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ে পরীক্ষাসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে। তবে স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষা কার্যক্রম চালু থাকবে।
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শনিবার রাতে ও রোববার দুপুরে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এরপর থেকেই ক্যাম্পাসে থমথমে অবস্থা বিরাজ করছিল। এরই মধ্যেই বিভিন্ন হলে তল্লাশি চালিয়ে লোহা, রড, লাঠিসহ বিভিন্ন ধারালো অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
চবিতে সংঘর্ষ
এদিকে আজ সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও (চবি) ছাত্রলীগের দুটি পক্ষের সংঘর্ষে পুলিশসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। বিশ্ববিদ্যালয় রেল স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আলী আসগর চৌধুরী জানান, ভর্তি পরীক্ষায় অংশ নিতে আসা ছাত্রছাত্রীদের স্বাগত জানাতে রেল স্টেশনে জমায়েত হওয়া বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া থেকে সংঘর্ষের সূত্রপাত হয়।