সাতক্ষীরায় ৫০০ শয্যা হাসপাতাল চালুর দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন
৫০০ শয্যার পূর্ণাঙ্গ হাসপাতাল চালুর দাবিতে ক্লাস ও পরীক্ষা বর্জন করে সব ক্লাসরুমে তালা ঝুলিয়ে দিয়ে মাঠে নেমেছেন সাতক্ষীরা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। একই সঙ্গে তাঁরা পালন করেছেন মানববন্ধন ও অবস্থান কর্মসূচি। এতে সাতক্ষীরা মেডিকেলের ২০৮ জন শিক্ষার্থীর সবাই অংশ নিয়েছেন।
এদিকে যত দিন পর্যন্ত এই হাসপাতাল পূর্ণাঙ্গভাবে চালু না হবে তত দিন তারা অহিংস আন্দোলনের মাধ্যমে এই কর্মসূচি পালন করে যাবেন বলে জানিয়েছেন। এ ছাড়া প্রয়োজনে রক্ত দিয়ে হলেও তাঁরা হাসপাতালের দাবি আদায় করবেন বলে ঘোষণা দিয়েছেন।
সোমবার সকালে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে অংশগ্রহণকারীদের সমন্বয়ক শিক্ষার্থী আলমগীর হোসেন জানান, নিয়ম অনুযায়ী ৫০০ শয্যার হাসপাতাল চালু না হলে সে কলেজে এমবিবিএস পরীক্ষা দেওয়া যায় না। চূড়ান্ত পেশাগত পরীক্ষার জন্য মেডিকেল কলেজের সঙ্গে একটি পূর্ণাঙ্গ হাসপাতাল থাকা জরুরি।
আলমগীর জানান, গত এপ্রিলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম এই হাসপাতাল উদ্বোধন করলেও এখন পর্যন্ত মাত্র ৩০ শয্যার একটি মেডিসিন ওয়ার্ড নামে মাত্র তৈরি করা হয়েছে। এতে ব্যবহারিক পরীক্ষা ছাড়াও ভবিষ্যতে তাদের পেশাগত জীবনে অপূরণীয় ঘাটতি থাকবে বলে উল্লেখ করেন তিনি। অতি সত্ত্বর এই হাসপাতাল চালু না করা গেলে শেষ বর্ষের শিক্ষার্থীদের ভিন্ন মেডিকেল কলেজে পড়াশোনা করে পরীক্ষা দেওয়ার সুযোগ করে দেওয়ার দাবি জানান তাঁরা।
মানববন্ধন শেষে শিক্ষার্থীরা প্রধানমন্ত্রী বরাবর তিন দফা দাবি সংবলিত একটি স্মারকলিপি জেলা প্রশাসকের মাধ্যমে পাঠান।