বিশেষ ভাতা চালুর দাবি বিজ্ঞানীদের
নিজেদের জন্য বিশেষ ভাতা চালুর দাবি জানিয়েছেন বিজ্ঞানীরা। আজ মঙ্গলবার সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে দেখা করে পরমাণু শক্তি কমিশনে কর্মরত বিজ্ঞানীরা এই দাবি জানান। এ ছাড়া বিজ্ঞানীরা সিলেকশন গ্রেড, টাইম স্কেল ও গ্রেডিং পদ্ধতি বহাল রাখার দাবি জানিয়েছেন।
বাংলাদেশ সায়েন্টিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ড. মজিবুর রহমানের নেতৃত্বে পরমাণু শক্তি কমিশনের বিজ্ঞানীদের একটি প্রতিনিধিদল অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করেন। এ সময় লিখিত দাবি তুলে ধরে মুজিবুর রহমান বলেন, ‘আমাদের এই দাবিগুলো যৌক্তিক। দেশের সেরা মেধাবীরা এখানে কাজ করছেন। অথচ বেতনের বাইরে অন্য কোনো বিশেষ ভাতার ব্যবস্থা না থাকায় তাঁরা দেশের বাইরে উচ্চতর ডিগ্রি নিতে গিয়ে আর ফিরে আসছেন না। কেউ কেউ এই প্রতিষ্ঠান ছেড়ে বিভিন্ন ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠানে কাজ করতে চলে যাচ্ছেন। এ অবস্থায় এই প্রতিষ্ঠানকে টিকিয়ে রাখতে হলে বিশেষ ভাতা চালু একান্ত প্রয়োজন।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বিজ্ঞানী পরিবারের সদস্য হওয়ায় তাঁদের দাবি মেনে নেওয়া হবে বলে আশা প্রকাশ করেন বিজ্ঞানীরা। এ ছাড়া সবশেষ পে-কমিশনের সুপারিশে বিজ্ঞানীদের জন্য বিশেষ ভাতা চালুর প্রস্তাব ছিল। কিন্তু পরিবর্তী সময়ে এটি বাদ দেওয়া হয় বলে অভিযোগ করেন বিজ্ঞানীরা।
পরমাণু শক্তি কমিশনে কর্মরত বিজ্ঞানীদের বক্তব্য শেষে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, আপাতত বিশেষ ভাতা চালুর সুযোগ নেই। তবে সিলেকশন গ্রেড ও গ্রেডিং পদ্ধতি বহালের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন তিনি।