ময়মনসিংহে ‘ডাকাতদের’ সঙ্গে বন্দুকযুদ্ধে আহত ৬

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় ‘ডাকাতদের’ সঙ্গে বন্দুকযুদ্ধে পুলিশসহ ছয়জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোর ৪টায় উপজেলার জামতলা এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন জেলার হালুয়াঘাট উপজেলার রাজিব (২৬) ও পটুয়াখালীর আলী হোসেন (২৯)। তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। আহত পুলিশ সদস্যরা হলেন উপপরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম, এসআই ফারুক, এসআই শামীম ও কনস্টেবল বাতেন। তাঁদের চিকিৎসা দেওয়া হয়েছে।
জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমারত হোসেন গাজী জানান, দরিরামপুরে বাড়িতে কয়েকজন ডাকাতির প্রস্তুতি নিচ্ছে- সিসি ক্যামেরায় এমন দৃশ্য দেখে বাড়ির মালিক রাকিব হাসান পুলিশে খবর দেন। ওই সময় জেলা গোয়েন্দা পুলিশের একটি দল আসামি ধরার কাজে ব্যস্ত ছিল। খবর পেয়ে তাঁরা ডাকাতদলকে ধাওয়া করে। ত্রিশাল জামতলা এলাকায় পৌঁছালে ডাকাতরা পুলিশদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় পুলিশের পাল্টা গুলিতে আহত হন দুজন। ডাকাতদের ছোড়া গুলিতে এসআইসহ চার পুলিশ সদস্য আহত হয়েছেন। এ সময় ডাকাতদের কাছ থেকে একটি প্রাইভেট কার, একটি পাইপগান, তিনটি কার্তুজ, একটি রাম দা, একটি চাপাতি, একটি মোবাইল ফোনসহ বিভিন্ন যন্ত্রপাতি উদ্ধার করা হয়েছে বলেও ওসি দাবি করেন।