সিসি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করছে ডিবি
জাগৃতি প্রকাশনীর মালিক ফয়সল আরেফিন দীপন হত্যাকাণ্ড এবং শুদ্ধস্বর প্রকাশকসহ তিন লেখক-ব্লগারের ওপর হামলার ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তবে, ঘটনাস্থল আজিজ সুপার মাকের্টের ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরায় থেকে পাওয়া ছবি পর্যবেক্ষণ করছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। দীপনের স্ত্রী ডাক্তার রাজিয়া রহমান ডলির দায়ের করা মামলাটি গতকাল সোমবার ডিবিতে স্থানান্তর করা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপকমিশনার (ডিসি) মুনতাসীরুল ইসলাম বলেন, ‘তদন্ত একেবারেই যেহেতু প্রাথমিক পর্যায়ে সুনির্দিষ্টভাবে কোন গোষ্ঠী এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বা তাদের মোটিভ কী ছিল তা নিয়ে সুনির্দিষ্ট তথ্য পরিবেশন থেকে বিরত থাকব।’
‘এ দুটি মামলার তদন্তে প্রযুক্তিগত সহায়তা গ্রহণ করছি পাশাপাশি সোর্স নিয়োগ করে কারণ, মোটিভ ইত্যাদি তথ্য সংগ্রহের চেষ্টা করছি’ যোগ করেন ডিএমপির উপকমিশনার।
এদিকে দ্বিতীয় দিনের মতো আজও দীপনের কর্মস্থল আজিজ সুপার মার্কেটের সব ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। সকালে, ঘটনাস্থলে গিয়ে মার্কেটের সব প্রবেশ পথে তালা ঝুলতে দেখা যায়।
এ ঘটনার প্রতিবাদে মার্কেটে কালো পতাকাসহ খুনের ঘটনার বিচার দাবি করেন ব্যবসায়ীরা।
গত ৩১ অক্টোবর (শনিবার) আজিজ সুপার মার্কেটের নিজ কার্যালয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয় জাগৃতি প্রকাশনীর মালিক ফয়সল আরেফিন দীপনকে।
এদিকে লালমাটিয়ায় দুর্বৃত্তদের গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে আহত প্রকাশকসহ তিনজনের অবস্থা আগের চেয়ে কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।