অ্যামনেস্টির বক্তব্যের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বক্তব্যের প্রতিবাদে সাতক্ষীরায় মুক্তিযোদ্ধারা মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও সংবাদ সম্মেলন করেছেন।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা ঐক্য পরিষদ এবং মুক্তিযোদ্ধা ফাউন্ডেশন ও গবেষণা কেন্দ্রের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
আজ বুধবার সকালে শহরের নিউমার্কেট চত্বর থেকে পাকাপুলের মোড় পর্যন্ত মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মশিউর রহমান মশু, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মুক্তিযোদ্ধা আবু আহমেদ, নৌকমান্ডো মুক্তিযোদ্ধা আলফাজ উদ্দীন, মো. আনছারুজ্জামান, মো. হাসানুল ইসলাম, আমির হোসেন জোয়ার্দার, আবুল কাসেম প্রমুখ।
গত ২৭ অক্টোবর অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দেওয়া বিবৃতিতে মানবতাবিরোধী অপরাধীদের বিচারের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে সংশয় প্রকাশ করা হয়। বলা হয়, রাজনৈতিক কারণেই এই বিচার হচ্ছে কি না। পাশাপাশি বিবৃতিতে একাত্তরে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির বিরুদ্ধে নানা অপরাধের অভিযোগের তদন্ত ও বিচারের উদ্যোগ নেওয়া হয়নি বলে উল্লেখ করা হয়।
বক্তারা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালকে ‘স্বাধীনতাযুদ্ধের শত্রু ও সাম্রাজ্যবাদের দালাল’ আখ্যায়িত করেন। সংগঠনটি মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে যে কটূক্তি করেছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এর বিচার দাবি করেন তাঁরা।
মানববন্ধন শেষে দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন মুক্তিযোদ্ধারা। এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা ফাউন্ডেশন ও গবেষণা কেন্দ্র সাতক্ষীরা শাখার সভাপতি নৌকমান্ডো আলফাজ উদ্দীন।