চকরিয়ায় দুই পক্ষের ‘বন্দুকযুদ্ধ’, নিহত ১

কক্সবাজারের চকরিয়া উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ হেলাল উদ্দিন শিপন (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১০ জন। আজ বুধবার সকালে উপজেলার বদরখালী ইউনিয়নের কুতুবদিয়া পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত শিপন কুতুবদিয়াপাড়ার আবু তাহেরের ছেলে। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ জেলা সদর হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে। আহতদের চকরিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত শিপনের চাচাতো ভাই নাসির উদ্দিন জানান, আবু তাহেরের পরিবারের সদস্যরা দুই মাস আগে কুতুবদিয়া পাড়ার একটি জমির পুনর্দখল নিয়ে তিনটি অস্থায়ী ঘর তৈরি করে সেখানে বসবাস করে আসছিল। আজ ভোরে বদরখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ইকবাল বদরী লোকজন নিয়ে অতর্কিতে হামলা চালান। হামলার একপর্যায়ে তাঁরা শিপনকে ছুরিকাঘাত ও গুলি করেন। এতে ঘটনাস্থলেই শিপনের মৃত্যু হয়।
কক্সবাজারের চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মাসুদ আহমেদ জানান, কুতুবদিয়াপাড়ার ওই জমিটি নিয়ে আবু তাহের ও ইকবাল বদরীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জেরে আজ সকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে গুলিবিনিময়ের ঘটনাও ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ থামাতে পাঁচটি ফাঁকা ছোড়ে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাসচন্দ্র ধর জানান, পুলিশ ফাঁকা গুলি ছোড়ার পর উভয় পক্ষই ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এরপর শিপনের লাশ উদ্ধার করা হয়। তাঁর শরীরে গুলি ও ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে।
ওসি আরো জানান, সংঘর্ষে গুলি ও ছুরিকাঘাতে আরো ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি। দুপুরের দিকেও কুতুবদিয়াপাড়ায় অভিযান চালানো হয়। মামলার প্রস্তুতি চলছে।