আশুলিয়ায় পুলিশ হত্যার ঘটনায় মামলা
রাজধানীর উপকণ্ঠ আশুলিয়ায় পুলিশ কনস্টেবল হত্যা, নাশকতার মাধ্যমে ভয়ভীতি ছড়ানোর চেষ্টার অভিযোগে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আজহারুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন।
urgentPhoto
তল্লাশি চৌকিতে পুলিশ হত্যার ঘটনা পূর্বপরিকল্পিত, জড়িতরা প্রশিক্ষিত ও উগ্রপন্থী গোষ্ঠীর সদস্য—এমন ধারণা মাথায় নিয়ে তদন্ত চলছে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।
এ বিষয়ে জানতে চাইলে আশুলিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) নাজমুল হাসান কিরণ জানান, গতকাল বুধবার রাতে সন্দেহভাজন খুনিদের ধরতে পুলিশের বেশ কয়েকটি দল ঢাকা ও আশপাশের এলাকায় অভিযান চালিয়েছে। তিনি বলেন, প্রযুক্তির সহায়তায় সন্দেহভাজনদের খুঁজে বের করার চেষ্টা চলছে। পাশাপাশি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), গোয়েন্দা শাখা (ডিবি) ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ছায়াতদন্তে নেমেছে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসীন কাদির বলেছেন, সম্ভাব্য জড়িতদের দ্রুততম সময়ের মধ্যে খুঁজে বের করার চেষ্টা চলছে।
খোঁজ নিয়ে জানা যায়, গতকাল বুধবারের হামলায় কতজন ছিল, অগ্রভাগে কারা ছিল, কোথা থেকে এসেছিল—এমন সব প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ। ঘটনার পর থেকেই প্রত্যক্ষদর্শী ও ঘটনাস্থলের আশপাশে থাকা হোটেল ও দোকানে থাকা লোকজনকে থানায় নিয়ে প্রাথমিক তথ্য সংগ্রহ শুরু করেছে পুলিশ।
গতকাল সকাল পৌনে ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আশুলিয়ার বাড়ৈপাড়ার কাছে নন্দন পার্কের সামনে পুলিশের তল্লাশিচৌকিতে হামলা করে দুর্বৃত্তরা। এ সময় তারা মুকুল হোসেন নামের এক পুলিশ কনস্টেবলকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় আহত হন সেখানে থাকা আরো চার পুলিশ কনস্টেবল। তাঁদের মধ্যে নূর আলম সিদ্দিক নামের একজনের অবস্থা গুরুতর।