মধুমতিতে নৌকাবাইচ, মানুষের ঢল
হারিয়ে যাওয়া ঐতিহ্যকে ধরে রাখতে উৎসবমুখর পরিবেশে মাগুরার মহম্মদপুর উপজেলার মধুমতি নদীতে আয়োজন করা হয় নৌকাবাইচ প্রতিযোগিতার। নৌকাবাইচ উপভোগ করতে মাগুরা, ফরিদপুর ও নড়াইল জেলার হাজার হাজার মানুষ নদীর দুই পাড়ে ভিড় জমায়।
মাগুরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে এবং প্রাণ-আরএফএল গ্রুপের ব্যবস্থাপনায় গতকাল বুধবার বিকেলে ঐতিহ্যবাহী এ নৌকা বাইচ প্রতিযোগিতা হয়। স্থানীয় অ্যালাংখালীর ঘাট থেকে নৌকাবাইচ শুরু হয়। তিন কিলোমিটার নদীপথ পেরিয়ে মহম্মদপুর ব্রিজঘাট এলাকায় গিয়ে তা শেষ হয়। ঢাক-ঢোল ও কাঁসার ঘণ্টার আওয়াজ আর মানুষের উল্লাস ধ্বনিতে নদীপাড় মুখরিত হয়ে ওঠে ।
এ প্রতিযোগিতায় মাগুরা, নড়াইল, রাজবাড়ী, ফরিদপুর ও গোপালগঞ্জ জেলার ১৮টি নৌকা অংশ নেয়। প্রতিযোগিতায় দুটি গ্রুপে মাগুরার কাপাসাটির আজিজ মোল্লা ও কালী শংকরপুরের গোলাম কবীরের নৌকা প্রথম হয়। দ্বিতীয় স্থান অধিকার করে মাগুরার ঢুসরাইলের আতর মোল্লা ও ফরিদপুরের আলফাডাঙ্গার কালু ফকিরের নৌকা। এ ছাড়া মাগুরার বাহরবাগের হালিম মোল্লা ও নড়াইলের সোহরাব হোসেনের নৌকা তৃতীয় হয়।
পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী অ্যাডভোকেট বীরেন সিকদার। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ক্রীড়া পরিষদের সচিব অশোক কুমার বিশ্বাস, জেলা প্রশাসক মাহবুবর রহমান, পুলিশ সুপার এহসান উল্যাহ, জেলা পরিষদ প্রশাসক শরিফুল ইসলাম প্রমুখ।