পরীক্ষার্থীদের পাহারা দিয়ে কেন্দ্রে নেবে পুলিশ
এসএসসি পরীক্ষা চলার সময়ে যেসব এলাকায় শিক্ষার্থীর সংখ্যা বেশি থাকবে, সেসব এলাকা থেকে শিক্ষার্থীদের পাহারা দিয়ে কেন্দ্রে নিয়ে যাবেন পুলিশ সদস্যরা। আজ শনিবার রাজধানীতে পুলিশ সদর দপ্তরে আসন্ন এসএসসি পরীক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।
পরীক্ষা চলার সময়ে নিয়মিত টহলের পাশাপাশি বড় বড় সড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে বলেও জানান আইজিপি। তিনি বলেন, ‘এ বছর ১৪ লাখ ৭৯ হাজার পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে, যারা অবরোধের কারণে অস্বস্তিতে রয়েছে। অনেকেই মনে করেছিল, পরীক্ষার সময়ে অবরোধ প্রত্যাহার করা হবে। কিন্তু তা না করে অবরোধের পাশাপাশি হরতাল আহ্বান করা হয়েছে, যাতে জাতি স্তম্ভিত।’
শহীদুল হক জানান, সরকারসহ বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে, নির্ধারিত সময়েই পরীক্ষা নেওয়া উচিত। এ অবস্থায় সোমবার থেকে পরীক্ষা অনুষ্ঠিত হলে শিক্ষার্থীদের যাতায়াতসহ সব ধরনের নিরাপত্তা দেবে পুলিশ। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে পুলিশকে সহযোগিতা করতে দেশের বিবেকবান রাজনীতিবিদ, রাজনৈতিক দলের নেতা-কর্মী এবং শিক্ষক-অভিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি।
তবে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে নির্ধারিত সময়ে পরীক্ষা শুরু হবে কি না, সে বিষয়ে এখনও সিদ্ধান্ত জানায়নি শিক্ষা মন্ত্রণালয়। আগামীকাল রোববার এক বৈঠকের পর চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে তারা।