Beta

আশুগঞ্জে পুকুরে ডুবে শিশু দুই বোনের মৃত্যু

১১ সেপ্টেম্বর ২০১৯, ২১:৪০

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের খড়িয়ালা গ্রামে পুকুরে ডুবে দুই আপন বোনের করুণ মৃত্যু হয়েছে। আজ বুধবার বিকেল ৬টার দিকে এ ঘটনা ঘটে। নিহত দুই শিশু হলো নাজু (৫) ও নাহিদা (৭)।

ওই শিশুদের বাবা মো. আনোয়ার মিয়া বলেন, ‘আমার দুটি মেয়ে প্রতিদিনের মতো বিকেল সাড়ে ৪টায় খেলতে বের হয়। এর পর সন্ধ্যায় ঘরে না ফেরায় চারদিকে খোঁজাখুঁজি করতে থাকি। গ্রাম ও বিভিন্ন আত্মীয়-স্বজনের বাড়িতেও খবর নেওয়া হয়। কিন্তু কোথাও পাওয়া যায় না। হঠাৎ সন্ধ্যা ৬টার দিকে কিছু লোক আমার মেয়েদের লাশ বাড়ির পুকুরে ভাসতে দেখে দ্রুত এসে আমাকে খবর দেয়। এর পর তাদের দ্রুত উঠানো হয়। কিন্তু ততক্ষণে আমার দুই মেয়ে আর নেই।’

এ খবর নিশ্চিত করেছেন দুর্গাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আব্দুল মুমিন মিয়া। তবে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ আলম জানান, এ ধরনের কোনো খবর তিনি পাননি।

Advertisement