দোকানে চুরি করে ধরা পড়লেন ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি

ওয়ালটন শো-রুমে চুরির অভিযোগে কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতিসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
সংবাদ সংস্থা ইউএনবি জানায়, আটক হওয়া তিনজন হলেন- দূর্গাপুর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আরিফুল আলম কাজল (৩০), হালিমুর রহমান দিগন্ত (২৪) ও সুমন (২৮)। তাদের নামে মামলা দায়েরের পর রোববার বিকালে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়েছে।
এদিকে ইউনিয়ন ছাত্রলীগ সভাপতির চুরির ঘটনায় সম্পৃক্ত থাকায় এলাকায় তোলপাড় শুরু হয়েছে। ঘটনার সাথে ইউনিয়ন ছাত্রলীগ সভাপতির জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে উলিপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল ইসলাম রুবেল জানিয়েছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক তপন চন্দ্র রায় বলেন, চুরির ঘটনায় তিনজনকে আটকের পর মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার দূর্গাপুর বাজারের আরএম ইলেক্ট্রনিক্স নামের ওয়ালটন শো-রুম গত শুক্রবার রাতে বন্ধ করে দোকান মালিক রাফেল মাহমুদ বাড়ি চলে যান।
শনিবার সকালে দোকান খুলে মালামাল ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখতে পান। দোকানে রাখা ২০টি এন্ড্রয়েড ফোন এবং ক্যাশে রাখা নগদ দুই লাখ ৮০ হাজার টাকা চুরি হয়। সংঘবদ্ধ চোরের দল ওই শো-রুমের ঘরের চালের টিন খুলে চুরির ঘটনা ঘটায়।
পরে দোকানে থাকা সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখে চুরির সাথে জড়িত একজনকে শনাক্ত করে দোকান মালিক রাফেল মাহমুদ থানায় লিখিত অভিযোগ করেন। শনিবার হালিমুর রহমান দিগন্তকে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করে পুলিশ।
পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে দূর্গাপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও ওই ইউনিয়নের খোরশেদ আলমের ছেলেএকাধিক মামলার আসামি আরিফুল আলম কাজল ও দুর্গাপুর নামাটারী গ্রামের মোজাফ্ফর আলীর পুত্র সুমনকে আটক করা হয়।