সাড়ে চার ঘণ্টা পর বগুড়ায় ট্রেন চলাচল স্বাভাবিক

বগুড়ার নরশেদপুরে লালমনি এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়েছে। আজ শুক্রবার সকাল ৭টার দিকে ট্রেনটি লাইনচ্যুত হয়। এর পর বেলা সাড়ে ১১টার দিকে পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
বগুড়ার গাবতলী স্টেশন মাস্টার সাজেদুর রহমান সাজু জানান, সকাল ৭টার দিকে ট্রেনটি আদমদীঘি উপজেলার নরশেদপুর স্টেশনে পৌঁছলে এর একটি বগি লাইনচ্যুত হয়। পরে লাইনচ্যুত বগিসহ শেষের তিনটি বগি রেখে ট্রেনটি লালমনিরহাটের উদ্দেশে রওনা দেয়।
এ ঘটনার পর বোনারপাড়া স্টেশন থেকে উদ্ধারকারী ট্রেন গিয়ে বগিটি উদ্ধার করে বলেও জানিয়েছেন স্টেশন মাস্টার।