ভোলায় পুলিশের ওপর হামলা চালিয়ে দুই আসামি ছিনতাই
ভোলার লালমোহন থানা পুলিশের সদস্যদের ওপর হামলা চালিয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুই আসামিকে ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার সন্ধ্যার পর লালমোহন উপজেলার মঙ্গল সিকদার বাজারে এ ঘটনা ঘটে।
লালমোহন থানা পুলিশ সূত্র জানায়, আজ সন্ধ্যায় লালমোহন থানার উপপরিদর্শক (এসআই) মো. মাহমুদ ও তিন কনস্টেবল আসামি মো. নূর নবী ও মো. মিজানকে ধরার জন্য মঙ্গল সিকদার বাজারে যান। তাঁরা দুই আসামিকে গ্রেপ্তার করে নিয়ে আসার সময় সাত আটজন দুর্বৃত্ত পুলিশ সদস্যদের ওপর হামলা চালায়। তারা পুলিশ সদস্যদের মারধর করে আসামি ছিনিয়ে নিয়ে যায়।
আসামি নূর নবী ও মিজান বন বিভাগের করা একটি মামলার পরোয়ানাভুক্ত আসামি।
এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তারুজ্জামান এ ধরনের কোনো কিছু হয়নি বলে বিষয়টি এড়িয়ে যান।
তবে পুলিশ সুপার মো. মনিরুজ্জামান মনির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘গোয়েন্দা বিভাগ থেকে হামলা চালিয়ে আসামি ছিনতাইয়ের ঘটনার কথা আমাকে জানানো হয়েছে। এখন পর্যন্ত ওসি আমাকে আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি।’