মাগুরায় বিএনপি-জামায়াতের ৮ নেতাকর্মী আটক
মাগুরায় পৃথক অভিযানে বিএনপি ও জামায়াত-শিবিরের আট নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার দিবাগত রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
অভিযানে আটক ব্যক্তিরা হলেন—সদর উপজেলার হাজীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও বিএনপি নেতা আবুল কাসেম টিটাব (৫৩), নিজনান্দুয়ালী পশ্চিমপাড়ার শিবির নেতা আলতাফ হোসেন (২৫), মহম্মদপুর বালিদিয়ার জাহিদুল ইসলাম (১৮), শালিখা হরিশপুর গ্রাম থেকে জামায়াত সমর্থক শিকদার জিল্লুর রহমান (৫৫), বাবর আলী (৫০), বয়রা গ্রামের সবেদ আলী (৫৫), সাইদুর রহমান (৪০) ও ছয়ঘরিয়া গ্রামের আবদুল মজিদ।
জানতে চাইলে মাগুরার সহকারী পুলিশ সুপার (এএসপি) সুদর্শন রায় জানান, বুধবার দিবাগত রাতে নাশকতার আশঙ্কায় জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালায় পুলিশ। ওই অভিযানে আটক ব্যক্তিদের আজ আদালতে হাজির করা হবে।