দৌলতদিয়া ঘাটে নিশ্ছিদ্র নিরাপত্তা
মানবতাবিরোধী অপরাধে ফাঁসি হওয়া জামায়াত নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের মরদেহ নিয়ে ফরিদপুরের উদ্দেশে রওনা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এ জন্য রাজবাড়ীর দৌলতদিয়া নৌঘাট পার হতে হবে। ঘাটের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে জেলা প্রশাসন।
শনিবার দিবাগত রাত সোয়া ৪টার দিকে মুজাহিদের মরদেহবাহী অ্যাম্বুলেন্স দৌলতদিয়া ঘাটে পৌঁছানোর কথা। রাজবাড়ী পুলিশ সুপার জিহাদুল কবিরের নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে অবস্থান নিয়েছে। একইসঙ্গে সাদা পোশাকে অবস্থান নিয়েছে গোয়েন্দা পুলিশের (ডিবি) কর্মকর্তারা। সেখানে অবস্থান করছেন গোয়লন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা পঙ্কজ ঘোষ।
পুলিশ সুপার জিহাদুল কবির জানিয়েছেন, দৌলতদিয়া ঘাট এলাকার পাশাপাশি সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে, যাতে ঘাট এলাকায় কোনো যানজটের পরিস্থিতি না হয়। নৌপথেও পুলিশের প্রহরা জোরদার করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।
ফরিদপুর জেলা শহরের পশ্চিম খাবাসপুরে জামায়াতে ইসলামী পরিচালিত আইডিয়াল ক্যাডেট মাদ্রাসার পাশে মাওলানা আব্দুল আলী ট্রাস্ট প্রাঙ্গণে তাঁকে দাফন করা হবে। ফরিদপুর জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আবদুত তাওয়াত এই তথ্য জানিয়েছেন।
মুজাহিদের পারিবারিক সূত্রে জানা গেছে, পরিবারের সদস্যরা মুজাহিদের সঙ্গে দেখা করার পর দাফনের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। রাত দেড়টার পর আব্দুল আলী ট্রাস্ট প্রাঙ্গণে কবর খোঁড়া হয়।