বরগুনায় ডিআইজির মতবিনিময়
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/11/29/photo-1448815499.jpg)
মাদক নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে বীর মুক্তিযোদ্ধা, কমিউনিটি পুলিশিং ও বরগুনার সুশীলসমাজের নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন পুলিশের বরিশাল বিভাগের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. হুমায়ূন কবির। আজ রোববার সন্ধ্যায় বরগুনা সার্কিট হাউসে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বরগুনা কমিউনিটি পুলিশিংয়ের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন কমিউনিটি পুলিশিং বরগুনা জেলা কমিটির সভাপতি মো. আব্দুল মোতালেব মৃধা। সভায় উপস্থিত ছিলেন বরগুনার জেলা প্রশাসক মীর জহুরুল ইসলাম, পুলিশ সুপার বিজয় বসাক, বরগুনা সরকারি কলেজের অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদ, অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম, বরগুনা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আব্বাস হোসেন মন্টু, বরগুনা জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আলহাজ মো. আবদুর রশিদ, বরগুনা পৌরসভার সাবেক মেয়র অ্যাডভোকেট মো. শাহজাহান, বরগুনা বারের সাবেক সভাপতি মো. আনিচুর রহমান প্রমুখ।
এর আগে ডিআইজি মো. হুমায়ূন কবির পুলিশের কল্যাণ সভা, বার্ষিক পুলিশ প্যারেড পরিদর্শনসহ জেলা নারী পুলিশ ব্যারাকের ভিত্তিপ্রস্তর উন্মোচন করেন।