গণমাধ্যমের অর্জন উল্লেখযোগ্য : আকবর আলি
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. আকবর আলি খান বলেছেন, সুশাসনের অনুপস্থিতি থাকা সত্ত্বেও বাংলাদেশের গণমাধ্যমের অর্জন উল্লেখযোগ্য।
আজ শনিবার রাজধানীতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) দুর্নীতিবিরোধী অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ কথা বলেন আকবর আলি।
বাংলাদেশে সুশাসন পরিস্থিতি নিয়ে আলোচনা করতে গিয়ে আকবর আলি খান বলেন, ‘সুশাসনের দিক থেকে নিকৃষ্টতম ২৫ থেকে ৩০ শতাংশ দেশের মধ্যে বাংলাদেশ অন্তর্ভুক্ত। সেই ধরনের সুশাসনের অনুপস্থিতি সত্ত্বেও বাংলাদেশের গণমাধ্যম যা অর্জন করেছে, সেটা উল্লেখযোগ্য।’
অনুষ্ঠানে গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপের দায়ভার সরকারকে এককভাবে চাপিয়ে দেওয়া ঠিক হবে না বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিকবিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী। তিনি বলেন, ‘পত্রিকায় দেখেন, টেলিভিশন কোম্পানিগুলোকে দেখেন, সেগুলো নানা করপোরেট হাউসের ওনারশিপ (মালিকানা), ইন্ডাস্ট্রিয়াল হাউসের (শিল্পকারখানা) ওনারশিপ। ওরা কী ধরনের ওনারশিপ তাদের এডিটরিয়াল বোর্ডের (সম্পাদক পর্ষদ) ওপর রাখে, এগুলো দেখার প্রশ্ন এখন খুবই ইম্পোরট্যান্ট (গুরুত্বপূর্ণ)।’
টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, গণমাধ্যমকে শত্রু না ভেবে সহযোগী হিসেবে গণ্য করা হলে গণতন্ত্র সুসংহত হয়।
এ বছর দুর্নীতিবিরোধী সাংবাদিকতার জন্য টিআইবির পুরস্কার পান দৈনিক প্রথম আলো, চ্যানেল টোয়েন্টি ফোর এবং যমুনা টিভির সাংবাদিক ও ক্যামেরাপারসন।