‘বিটিআরসি বলেছে, তাই বন্ধ আছে’
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের আশপাশে কোনো মোবাইল ফোনের নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না। আজ শনিবার দুপুর ২টায় গুলশান ২-এর কার্যালয়ের আশপাশে মোবাইল ফোনের নেটওয়ার্ক পাওয়া যায়নি বলে জানিয়েছেন এনটিভিসহ সেখানে উপস্থিত সাংবাদিকরা।
গুলশান ২-এর ৮৬ নম্বর রোডে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয় অবস্থিত। মোবাইল অপারেটর প্রতিষ্ঠানগুলোর নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তারা এনটিভিকে জানিয়েছেন, চেয়ারপারসনের কার্যালয়ের চারপাশের ৬০ ট্রান্সিভার বেস স্টেশনের তরঙ্গ নিষ্ক্রিয় করা হয়েছে। কোনো ত্রুটি আছে কিনা জানতে চাইলে ওই কর্মকর্তা বলেন, ‘কোনো কারিগরি ত্রুটি নেই। টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কমিশন (বিটিআরসি) বন্ধ করতে বলেছে, তাই বন্ধ আছে।’
এ ব্যাপারে আজ দুপুর ১২টার পর থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিটিআরসির জনসংযোগ শাখাসহ ঊর্ধ্বতন তিন কর্মকর্তাকে ফোন করা হলেও কেউ ফোন ধরেননি। পরবর্তী সময়ে এসব ফোন থেকে বার্তা আসে, ‘আমি ব্যস্ত আছি, পরে ফোন করুন’, আর ‘মিটিংয়ে আছি’।