মংলা বন্দরে ৬০ মোটরসাইকেল, ৪১১ বাইসাইকেল আটক
শুল্ক ফাঁকি দিয়ে ঘোষণাবহির্ভূত আমদানি করা পণ্যের একটি চালান আটক করেছে কাস্টমসের শুল্ক ও গোয়েন্দা বিভাগ। ঢাকার টেনস ক্লাব নামের একটি প্রতিষ্ঠান এ পণ্য আমদানি করে।
আমদানিকারক ওই প্রতিষ্ঠানটির ষোষণাকৃত তিনটি কনটেইনারে থাকা পণ্য নিয়ে সন্দেহ দেখা দেওয়ায় তল্লাশি অভিযান চালায় কাস্টমস কর্তৃপক্ষ। এ সময় আমদানিপণ্যের তালিকায় না থাকা ৬০টি মোটরসাইকেল ও বিভিন্ন সাইজের ৪১১টি বাইসাইকেল আটক করা হয়।
মংলা কাস্টমস হাউসের সহকারী কমিশনার (জেটি) এম এস আরেফিন জাহেদী আজ বুধবার এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
কাস্টমস সূত্র জানায়, ঢাকার ৬৯/২ নয়াপল্টন সোপ-৩ এফ ১০ পলওয়েল সুপার মার্কেটের আমদানিকারক প্রতিষ্ঠান ‘টেনস ক্লাব’ এক হাজার ছয় কার্টন বিভিন্ন প্রকার শিশু খেলনা ও ওয়াকার আমদানির ঘোষণা দিয়ে মংলা বন্দরের জেটিতে তাদের পণ্য আনে। পরে ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট (সিঅ্যান্ডএফ) অ্যালায়েন্স লজিস্টিক লিমিটেড পণ্যগুলো ছাড় করানোর প্রক্রিয়া শুরু করলে কাস্টমস ও শুল্ক গোয়েন্দা বিভাগের কাছে সন্দেহ দেখা দেয়। এ অবস্থায় আমদানিকারকের তিনটি কনটেইনারে গত সপ্তাহে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে ঘোষণাবহির্ভূত ৬০টি দুই চাকার ব্যাটারিচালিত মোটর সাইকেল এবং ৩০২টি ১২ ইঞ্চি, ৩৬টি ১৬ ইঞ্চি, ৪৬টি ১৮ ইঞ্চি ও ২৭টি ২০ ইঞ্চি বাইসাইকেল আটক করা হয়।
কাস্টমস শুল্ক ও গোয়েন্দা বিভাগের উপপরিচালক ডেপুটি কমিশনার মিলন শেখ জানান, ঘোষণাবহির্ভূতভাবে আমদানি করা এসব পণ্যের ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।