কটিয়াদিতে বৈধতা পেলেন আ. লীগ ও বিএনপির বিদ্রোহীরা
কিশোরগঞ্জের কটিয়াদি পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের বিদ্রোহী তানভিরুল ইসলাম ও বিএনপির বিদ্রোহী গোলাম ফারুক চাষীর মনোনয়নপত্র আপিল শুনানিতে বৈধ ঘোষণা করা হয়েছে।
কিশোরগঞ্জের জেলা প্রশাসক জিএসএম জাফরউল্লাহ জানান, আজ বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয়ে এ শুনানি শেষে তাঁদের বৈধ ঘোষণা করা হয়।
হলফনামায় সই না থাকায় গত ৬ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাইয়ের পর দুজনের প্রার্থিতা বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকতা। পরে নিয়ম মোতাবেক আপিল জেলা প্রশাসকের কাছে পুনর্বিবেচনার আবেদন করেন। আজ আপিল শুনানির সময় কটিয়াদি পৌরসভার দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মুঞ্জুরুল আলম উপস্থিত ছিলেন।
আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় কটিয়াদি পৌরসভা নির্বাচনে মেয়র পদে পাঁচজন, সাধারণ কাউন্সিলর ৩১ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে নয়জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।