নির্বাচন ও গণতন্ত্র নিয়ে বলার আগে খালেদাকে কৈফিয়ত দিতে হবে : তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, নির্বাচন ও গণতন্ত্র নিয়ে কথা বলার আগে খালেদা জিয়াকে আগুনযুদ্ধ, নাশকতা-অন্তর্ঘাত ও মানুষ পোড়ানোর কৈফিয়ত দিতে হবে।
ইনু বলেন, ‘এটা সুস্পষ্ট যে খালেদা জিয়া স্থানীয় সরকার নির্বাচন নিয়ে পানিঘোলা ও ষড়যন্ত্রের জাল বোনার চেষ্টা করছেন। নির্বাচন কখনই খালেদা জিয়ার এজেন্ডা নয়। তিনি ইচ্ছামতো নির্বাচন প্রত্যাখ্যান করেছেন, আগুনযুদ্ধ করেছেন, মানুষ পুড়িয়ে মেরেছেন শুধু ক্ষমতার লোভে অন্ধ হয়ে গণতন্ত্রের পথ থেকে সরে গিয়ে অস্বাভাবিক পথে হেঁটে।’
সম্প্রতি খালেদা জিয়ার পৌর নির্বাচন নিয়ে বিরূপ মন্তব্য প্রসঙ্গে বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।
হাসানুল হক ইনু বলেন, কোনো নির্বাচনই সরকারের ইচ্ছামতো হয় না। নিয়ম অনুযায়ী নির্বাচন হয় এবং সরকার তার সাংবিধানিক দায়িত্ব পালন করে। নির্বাচন কমিশন সরকারের ইচ্ছা-অনিচ্ছার ওপর নির্ভর করে না। যেমন নির্বাচন কমিশন স্পষ্ট বলে দিয়েছে, দেশের এমপি-মন্ত্রীরা নির্বাচনী প্রচারে অংশ নিতে পারবেন না।
তথ্যমন্ত্রী বলেন, ‘গত সাড়ে ছয় বছরে বিএনপিসহ অন্যান্য দল সব স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিয়েছে। তাদের প্রার্থীরা কখনো হেরেছেন, কখনো জিতেছেন। বিএনপির কথা হলো জিতলে নির্বাচন ভালো, হারলে খারাপ।’
বিএনপির প্রার্থীদের হয়রানি করা হচ্ছে—খালেদা জিয়ার এমন বক্তব্য প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, প্রকৃত সত্য হচ্ছে নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীরা, যাঁরা আগুনযুদ্ধে জড়ানোর অভিযোগে অভিযুক্ত কিন্তু সাজা হয়নি বলে নির্বাচনে অংশ নিচ্ছেন, তাঁদের প্রশাসন কোনো বাধা দেয়নি। কিন্তু কখনই নির্বাচনকে অপরাধ থেকে বাঁচার হাতিয়ার বা মামলা থেকে রেহাই পাওয়ার কৌশল হিসেবে ব্যবহার করা যাবে না।
ইনু বলেন, ‘নির্বাচন অপরাধ থেকে বাঁচার দরকষাকষির হাতিয়ার নয়, নির্বাচন নিয়ে ব্ল্যাকমেইল করবেন না।’