বিকেলে অপহরণ, রাতে শ্রেণিকক্ষে মিলল স্কুলছাত্রের লাশ
মেহেরপুরের গাংনী উপজেলায় এক স্কুলছাত্রকে অপহরণের পর হত্যা করা হয়েছে বলে অভিযোগ পেয়েছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে পুলিশ ওই স্কুলছাত্রের লাশ উদ্ধার করে।
নিহত অন্তর (৭) উপজেলার বাওট গ্রামের সৌদি আরব প্রবাসী কাফিরুল ইসলামের ছেলে। সে বাওট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।
রাতেই বিক্ষুব্ধ জনতা এ ঘটনায় জড়িত সন্দেহে ওই গ্রামের সবুজ নামের এক ব্যক্তির বাড়িঘর ভাঙচুর করে আগুন দেয়। আজ শুক্রবার সকাল থেকে স্থানীয়রা সবুজের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ করে রেখেছে।
নিহতের পরিবারের বরাত দিয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন জানান, বিকেলে কোনো একসময় শিশু অন্তরকে গ্রামের খেলার মাঠ থেকে অপহরণ করা হয়। পরে সন্ধ্যার দিকে শিশুটির মায়ের মোবাইল ফোনে মুক্তিপণের টাকা চাওয়া হয়।
এ সময় স্থানীয়দের নিয়ে পরিবারের সদস্যরা শিশুটিকে খোঁজাখুঁজি শুরু করেন। রাত সাড়ে ৯টার দিকে বাওট সোলাইমানি মাধ্যমিক বিদ্যালয়ের একটি কক্ষ থেকে শিশুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান স্বজনরা। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরো জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে মামলা হবে। সন্দেহভাজন সবুজকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।