আচরণবিধি লঙ্ঘনের পাল্টিাপাল্টি অভিযোগ আ.লীগ-বিএনপির প্রার্থীর
ফরিদপুরের বোয়ালমারী পৌরসভা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ করেছেন বিএনপি ও আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থীরা।
গতকাল শুক্রবার বোয়ালমারী উপজেলার দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির মেয়র পদপ্রার্থী আবদুস শুকুর শেখের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের পাল্টা অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মেয়র পদপ্রার্থী শাহজাহান মীরদাহ্ পিকুল। তিনি সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান ।
সংবাদ সম্মেলনে শাহজাহান মীরদাহ্ পিকুল বলেন, বর্তমান মেয়র আবদুস শুকুর শেখ এরই মধ্যে বিভিন্ন ওয়ার্ডে অবৈধ টাকা ছড়িয়ে ভোটারদের কাছে টানার চেষ্টা করছেন। আচরণবিধি লঙ্ঘন করে তিনি দরপত্র আহ্বান করে ১৭৭টি বিদ্যুতের খুঁটি বসিয়ে ভোটারদের সঙ্গে প্রতারণা করেছেন। নিয়ম-নীতি উপেক্ষা করে সাতটি ইটের রাস্তার কাজ শুরু করেন। পৌরসভার ঠিকাদারদের লাইন্সেস নবায়ন করেও আচরণবিধি লঙ্ঘন করেছেন।
পিকুল আরো বলেন, আওয়ামী লীগের সংসদ সদস্য মো. আবদুর রহমান ‘সি’ গ্রেডের পৌরসভা বোয়ালমারীকে ‘এ’ গ্রেডে উন্নীত করেছেন। ১৯ পৌরসভা উন্নয়নে বিশেষ প্রকল্পে তিনি এ পৌরসভাকে অন্তর্ভুক্ত করেন। কিন্তু শুকুর শেখের অবাধ দুর্নীতি ও লুটপাটের কারণে কাঙ্ক্ষিত উন্নতি সম্ভব হয়নি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. দিলীপ রায়, সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ আব্দুর রহমান বাশার, পৌর আওয়ামী লীগের সভাপতি আবদুল আলীম মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আসাদুজ্জামান মিন্টু, সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর রহমান মৃধা মিলন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তবিবুর রহমান মিন্টু, যুবলীগ নেতা শরীফ সেলিমুজ্জামান লিটু ও সহসভাপতি কামরুল শিকদার।
এর আগে একই দিন বিএনপির আবদুস শুকুর শেখ আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেন।