শেরেবাংলা পদক পেলেন নগরকান্দা উপজেলার চেয়ারম্যান শাহীন
শেরেবাংলা এ কে ফজলুল হক সম্মাননা পদক-২০১৫ পেয়েছেন ফরিদপুরের নগরকান্দা উপজলা পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা সৈয়দ শাহীনুজ্জামান শাহীন। সমাজসেবায় বিশেষ অবদান রাখায় শ্রেষ্ঠ ও সফল উপজেলা চেয়ারম্যান হিসেবে তিনি এই পদক লাভ করেছেন।
বাংলাদেশ সম্মিলিত সাংস্কৃতিক সোসাইটির উদ্যোগে শেরেবাংলা এ কে ফজলুল হকের ১৪২তম জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল শুক্রবার সন্ধ্যায় ঢাকার তোপখানায় বাংলাদেশ শিল্পকল্যাণ পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে শাহীনকে এ পদক দেওয়া হয়। সাবেক তথ্যসচিব সৈয়দ মার্গুব মোরশেদ তাঁর হাতে এ পদক তুলে দেন।
বাংলাদেশ সম্মিলিত সাংস্কৃতিক সোসাইটির সভাপতি এইচ এম ইব্রাহিম ভুঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ মার্গুব মোরশেদ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব মো. ইয়াদ আলী খান, হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির চেয়ারম্যান অ্যাডভোকেট সাহিদুল হক সাইদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সম্মিলিত সাংস্কৃতিক সোসাইটির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন। এরপর বক্তব্য দেন সমাজসেবায় শেরেবাংলা পদকপ্রাপ্ত ফরিদপুরের নগরকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ শাহীনুজ্জামান শাহীনসহ পদকপ্রাপ্ত গুণীজনরা।
উল্লেখ্য, এর আগে সমাজসেবায় অবদান রাখায় শাহীনুজ্জামান শাহীন মানবাধিকার শান্তি পদক-২০১৪ লাভ করেন। সমাজসেবায় শেরেবাংলা এ কে ফজলুল হক সম্মাননা পদক-২০১৫ লাভ করায় তাঁকে অভিনন্দন জানিয়েছেন নগরকান্দার জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিকসহ সামাজিক ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতারা।