বরগুনা প্রেসক্লাবের সভাপতি ঝন্টু, সম্পাদক সালেহ
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/12/20/photo-1450613873.jpg)
বরগুনা প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. হাসানুর রহমান ঝন্টু আর সাধারণ সম্পাদক হয়েছেন আবু জাফর মো. সালেহ।
গতকাল শনিবার দুপুরে বরগুনা প্রেসক্লাবে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন মনির হোসেন কামাল। অপর দুই নির্বাচন কমিশনার হলেন এম জসীম উদ্দীন ও মিজানুর রহমান।
এ ছাড়া জ্যেষ্ঠ সহসভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট গোলাম মোস্তফা কাদের। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হচ্ছেন সহসভাপতি জাফর হোসেন হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক মুশফিক আরিফ ও অর্থ সম্পাদক স্বপন দাস।
নির্বাচন অধিবেশনের আগে বরগুনা প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি মো. হাসানুর রহমান ঝন্টু। সাধারণ সম্পাদকের প্রতিবেদন দেন জাফর হোসেন হাওলাদার। এ ছাড়া অর্থ সম্পাদকের প্রতিবেদন দেন আবু জাফর মো. সালেহ।