ফেনীতে বীরপ্রতীক খেতাবপ্রাপ্ত ১২ বিজিবি সদস্যকে সম্মাননা

মহান মুক্তিযুদ্ধে বীরপ্রতীক খেতাবপ্রাপ্ত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১২ সদস্যকে সম্মাননা দিয়েছে ফেনীতে বিজিবির ৪ ব্যাটালিয়ন। আজ রোববার দুপুরে বিজিবির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলার জলস্কর ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে এ সম্মাননা দেওয়া হয়। খেতাব পাওয়া প্রয়াত বিজিবি সদস্যদের পক্ষে তাঁদের স্ত্রী ও সন্তানরা সম্মাননা গ্রহণ করেন।
সম্মাননাপ্রাপ্তরা হলেন বীরপ্রতীক খেতাবপ্রাপ্ত ডিএডি মুজাফ্ফর আহম্মদ, সুবেদার মেজর আবদুর রউফ মজুমদার, সুবেদার মো. লনি মিয়া, সুবেদার আবদুল গনি, সুবেদার মফিজুর রহমান, হাবিলদার ওয়াজি উল্লাহ, হাবিলদার মো. আবদুল গফুর, হাবিলদার মো. ইব্রাহিম, হাবিলদার মো. আবুল হাসেম, নায়েক মো. তোফায়েল আহমেদ, সিপাহি মো. লোকমান ও সিপাহি রবিউল হক।
বিজিবির সহকারী পরিচালক এ বি এম জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত পরিচালক মেজর মুহাম্মদ আবদুল্লাহ আল ফারাবী। অনুষ্ঠান শেষে প্রীতিভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।