চট্টগ্রাম সরকারি স্কুলগুলোতে ভর্তি পরীক্ষা শুরু
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/12/22/photo-1450780091.jpg)
চট্টগ্রামে আজ সকালে শুরু হয় সরকারি স্কুলগুলোতে ভর্তি পরীক্ষা। ছবি : এনটিভি
চট্টগ্রামের নয়টি সরকারি বিদ্যালয়ে পঞ্চম ও অষ্টম শ্রেণির ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। আজ মঙ্গলবার সকাল থেকে এসব পরীক্ষা শুরু হয়।
প্রথম দিন সকালে পঞ্চম শ্রেণি ও বিকেলে অষ্টম শ্রেণির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পঞ্চম শ্রেণিতে এক হাজার ৯২০টি শূন্য আসনে নয় হাজার ৭৪৫ শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছে। আর অষ্টম শ্রেণিতে ১৬৫টি শূন্য আসনে অংশ নিচ্ছে এক হাজার ৬৩২ শিক্ষার্থী।
ভর্তি কমিটির সভাপতি ও চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) মেজবাহ উদ্দিন সকালে চট্টগ্রামের কয়েকটি পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের জানান, অনলাইনের মাধ্যমে পরীক্ষার ফল ও নির্বাচিত স্কুলের নাম শিক্ষার্থীদের কাছে পৌঁছানো হবে। তিনি জানান, পঞ্চম থেকে নবম শ্রেণি পর্যন্ত নয়টি সরকারি স্কুলে সাড়ে তিন হাজার শূন্য আসনের বিপরীতে ছয় গুণ বেশি ছাত্র আবেদন করেছে।