মুক্তিযুদ্ধ নিয়ে কটাক্ষ করা দেশের সঙ্গে বেইমানি : তথ্যমন্ত্রী
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘আমরা রক্ত দিয়ে, নারীর ইজ্জত দিয়ে স্বাধীনতা কিনেছি। সেই স্বাধীনতা নিয়ে যারা কটাক্ষ করে তারা বাংলাদেশের সঙ্গে বেইমানি করে।’
আজ শুক্রবার দুপুরে কুষ্টিয়ার কুমারখালীতে কয়া ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়া সম্প্রতি মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্ক তুলেছেন, এটা ওনার পাগলামি নয়, এটা তাঁর রাজনৈতিক শয়তানি। খালেদা জিয়ার এজেন্ডা পৌর বা জাতীয় নির্বাচন নয়, উনি পিঠ বাঁচাতে চান। আগুন-যুদ্ধে মানুষ পোড়ানোর মামলা থেকে বাঁচতে চান। আর ঘনিষ্ঠ মিত্র রাজাকার-যুদ্ধাপরাধীদের মামলা নিষ্পত্তির দিকে, একটার পর একটার সাজা কার্যকর হচ্ছে। তাই তিনি বন্ধু হারাচ্ছেন, ওনার পায়ের নিচের মাটি সরে যাচ্ছে। তাই উনি গণতন্ত্র ছেড়ে রাজনীতির খলনায়ক হলেন।’
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু আরো বলেন, ‘এ দেশে আর কখনো সামরিক সরকার বা রাজাকার-যুদ্ধাপরাধী জামায়াত ও জেএমবির সরকার হতে দেব না।’
বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ বি এম বদিউজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রথম প্রধান শিক্ষক আবুল হোসেন মালিথা, সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক এ কে এম সোহেল রানা, জেলা জাসদের সভাপতি গোলাম মহাসিন ও জেলার সিনিয়র তথ্য অফিসার তৌহিদুজ্জামান।