ফেনীর তিন পৌরসভার একটিতে নির্বাচন, বাকিরা ‘জয়ী’
ফেনীর তিনটি পৌরসভার মধ্যে সদর ও পরশুরামে মেয়র পদে আওয়ামী লীগের দুজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। এ ছাড়া এই তিন পৌরসভায় কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদেও ৪৫ জন একক প্রার্থী। ফলে তাঁদের জয়ী হতে আর বাধা নেই।
৩০ ডিসেম্বর কেবল দাগনভূঞা পৌরসভায় মেয়র ও তিনটি কাউন্সিলর পদে ভোট হতে যাচ্ছে। এখানে আওয়ামী লীগ ও বিএনপির দুই মেয়র পদপ্রার্থী গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।
দাগনভূঞায় আওয়ামী লীগের ওমর ফারুক খান নৌকার প্রতীক নিয়ে এবং বিএনপির প্রার্থী কাজী সাইফুর রহমান স্বপন ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন।
তবে স্বপন অভিযোগ করেন, তাঁকে আওয়ামী লীগের প্রার্থী হুমকি দিয়ে প্রচারে বাধা দিচ্ছেন।
ওমর ফারুক এ অভিযোগ অস্বীকার করে বলেন, মনোনয়নপত্র জমা দেওয়ার দিন তিনি স্বপনকে নিরাপত্তা দিয়েছিলেন। একইভাবে তিনি বিএনপি প্রার্থীকে আজ পর্যন্ত সহযোগিতা করে আসছেন।
প্রচারে ব্যারিস্টার মওদুদ
এদিকে, গতকাল শনিবার বিকেলে দাগনভূঞা বাজারে স্বপনের পক্ষে নির্বাচনী প্রচারে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। তিনি নোয়াখালীর কোম্পানীগঞ্জ থেকে ঢাকায় ফিরছিলেন।
ব্যারিস্টার মওদুদ বলেন, মানুষ এতদিন ধানের শীষে ভোট দেওয়ার সুযোগ পায়নি। এ নির্বাচনে বিএনপি অংশ নিয়েছে। তাঁর দল গণতন্ত্রে বিশ্বাস করে, জনগণের রায় জানতে এবং দলকে সুসংহত করতে বিএনপি দলীয় সরকারের অধীনে নির্বাচনে অংশ নিয়েছে।
ব্যারিস্টার মওদুদ বলেন, ‘সরকারের কাছে প্রত্যাশা করব, তারা যদি গণতন্ত্রে বিশ্বাস করে, তাহলে সুষ্ঠু ভোটের ব্যবস্থা নেবে।’