ফেনীতে তৈরি হবে অর্থনৈতিক অঞ্চল, ইকো পার্ক
ফেনীতে অর্থনৈতিক অঞ্চল ও ইকো পার্ক তৈরিসহ জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় গৃহীত কার্যক্রম নিয়ে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের কর্মকর্তাদের সঙ্গে গতকাল রোববার সকালে ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মো. হুমায়ুন কবীর খোন্দকারের (যুগ্ম সচিব) সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অতিথি ছিলেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চলের নির্বাহী চেয়ারম্যান (সচিব) পবন চৌধুরী এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব ড. কামাল উদ্দিন আহমেদ।
সচিবদ্বয় তাঁদের বক্তব্যে ফেনীর সোনাগাজী চরাঞ্চলে ১৩ হাজার একর জায়গাজুড়ে অর্থনৈতিক অঞ্চল স্থাপন, ৫০০ একর জায়গার ওপর ১১০ মেগাওয়াটের সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপন ও একটি বিমানবন্দর স্থাপনের অগ্রগতির বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
অর্থনৈতিক অঞ্চলটি তৈরি হবে ফেনীর সোনাগাজী ও মিরসরাই এলাকায়। চলতি বছরের জুন মাসে এ অর্থনৈতিক অঞ্চলের কাজ শুরু হবে। পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ কেন্দ্র ও বিমানবন্দরের কাজ শুরু করা হবে। এ ছাড়া ফেনীর পরশুরামের বিলোনিয়ায় ও সদর থানার কাজীরবাগে দুটি ইকো পার্ক তৈরি করা হবে। ইকো পার্কের কাজ শুরু করার প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে।
বক্তারা জানান, শ্রীলঙ্কা সরকারের চাহিদা অনুযায়ী শ্রীলঙ্কার জন্য একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল ফেনীতে হওয়ার সম্ভাবনা আছে। জেলা প্রশাসক জানান, সোনাগাজীর অর্থনৈতিক অঞ্চলের জমি হুকুমদখল প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে।
মতবিনিময় সভায় ফেনীতে কর্মরত জেলা পর্যায়ের সব কর্মকর্তা, স্কুল-কলেজের প্রধান, রাজনৈতিক দলের প্রধানসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।