হাসপাতালে কবি আল মাহমুদ
বার্ধক্যজনিত কারণে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েছেন বাংলাদেশের প্রধানতম কবিদের একজন আল মাহমুদ। অসুস্থ অবস্থায় কবিকে রাজধানীর ধানমণ্ডির শঙ্করে ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ শনিবার রাতে কবি আল মাহমুদের ব্যক্তিগত সহকারী আবিদ আজম জানান, গত ৬ তারিখ জ্বরের কারণে অসুস্থ হয়ে পড়েছিলেন কবি। ৭ তারিখ বিকেলে তাঁকে ইবনে সিনা হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকদের পরামর্শে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। এর পর থেকে সেখানেই আছেন তিনি।
এদিকে কবির নাতি শুভম জানিয়েছেন, ‘দাদা এখন ভালো আছেন। আগামীকাল তাঁকে বাড়ি নিয়ে যাচ্ছি আমরা।’
এর আগে গত বছরের জুলাই মাসে ৮০তম জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়ছিলেন কবি আল মাহমুদ। তখনো বেশ কিছুদিন হাসপাতালে থাকতে হয়েছিল তাঁকে।
আল মাহমুদ ১৯৩৬ সালের ১১ জুলাই ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের মোড়াইলের মোল্লাবাড়ীতে জন্মগ্রহণ করেন। বাবা মীর আবদুর রব, মা রওশন আরা মীর। স্ত্রী মরহুমা সৈয়দা নাদিরা বেগম। ব্যক্তিজীবনে আল মাহমুদ পাঁচ ছেলে ও তিন মেয়ের বাবা।