গাজীপুরে বিকাশের কর্মী খুন, টাকা ছিনতাই
গাজীপুরের বোর্ড বাজার এলাকায় ছিনতাইকারীরা রবিন সরকার নামের এক বিকাশকর্মীকে হত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ। গাজীপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. রেজাউল জানান, আজ মঙ্গলবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। তিনি জানান, বোর্ড বাজারের বিভিন্ন দোকান থেকে বিকাশের টাকা উত্তোলন করে জয়দেবপুরের ছায়াবীথির নিজ কার্যালয়ে ফিরছিলেন রবিন।
পুলিশ জানায়, ছিনতাইকারীরা তাঁর কাছ থেকে এক লাখ ৭৫ হাজার টাকা নিয়ে গেছে। তবে বিকাশের স্থানীয় এজেন্ট কানেক্ট ডিস্ট্রিবিউশন কর্তৃপক্ষ দাবি করেছে, রবিনের কাছ থেকে ১০ লাখ টাকা ছিনতাই করা হয়েছে।
এসআই মো. রেজাউল জানান, বোর্ড এলাকায় তিন-চারজন যুবক রবিনের গতিরোধ করে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। রবিন তাদের বাধা দিলে ছিনতাইকারীরা তাঁকে ছুরিকাঘাত করে এবং টাকা ছিনিয়ে নেয়।
পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নিয়ে যায় পুলিশ ও এলাকাবাসী। সেখানে কর্তব্যরত চিকিৎসক রবিনকে মৃত ঘোষণা করেন। তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রবিন সরকারের বাড়ি টাঙ্গাইল জেলার মধুপুর থানার আউশনারা গ্রামে।