খুলনায় ট্রাকে আগুন, আটক ৪৯
খুলনা শহরের গগনবাবু রোড এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ বুধবার ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে।
অন্যদিকে, গতকাল মঙ্গলবার রাত থেকে আজ বুধবার সকাল পর্যন্ত খুলনার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ৪৯ জনকে আটক করেছে পুলিশ।
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস জানান, আজ ভোরে নগরীর গগনবাবু রোড এলাকায় একটি ট্রাকে কে বা কারা আগুন ধরিয়ে দেয়। আগুনে চালকের বসার স্থান পুড়ে গেছে। ট্রাকমালিক মামলা করলে মামলা নেওয়া হবে বলেও জানান তিনি।
এদিকে, গতকাল মঙ্গলবার রাত থেকে আজ সকাল পর্যন্ত খুলনার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের ৪৯ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
খুলনা মহানগর পুলিশের (কেএমপি) মুখপাত্র সহকারী কমিশনার শেখ মনিরুজ্জামান জানান, কেএমপির আটটি থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে গতকাল রাত থেকে আজ সকাল পর্যন্ত ৪৯ জনকে আটক করা হয়। এঁদের মধ্যে চলমান অবরোধ ও হরতালে নাশকতা পরিকল্পনার অভিযোগে ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক নাসিম এবং সোনাডাঙ্গা থানা যুবদলের প্রকাশনা সম্পাদক হারুনসহ আরো বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। আটক অন্যরা বিভিন্ন মামলার পলাতক আসামি বলে জানান শেখ মনিরুজ্জামান।
আটক ব্যক্তিদের কর্মকাণ্ড সম্পর্কে যাচাই-বাছাই করে মুখ্য মহানগর হাকিমের আদালতে পাঠানো হবে বলেও জানান পুলিশের এ মুখপাত্র।
অন্যদিকে, গতকাল মঙ্গলবার রাতে নগরীর দৌলতপুরে সোহাগ পরিবহনের বাসে ককটেল নিক্ষেপের ঘটনায় মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক তারিকুল ইসলামকে প্রধান আসামি করে ২৪ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো ৫০ জনকে আসামি করে দৌলতপুর থানায় একটি মামলা করা হয়েছে।